বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘আমরা প্রতিজ্ঞা করি শহীদদের রক্ত ও ত্যাগকে মর্যাদা দেব, আহত পরিবারগুলোকে ভুলব না, আর গণতন্ত্রকে দেশের মানুষের হাতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।’
আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ পরিবারের ত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অটল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো শুধু দলের রাজনৈতিক দায়িত্ব নয়, এটা বিএনপি’র ঐতিহ্য। তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক উদ্যোগগুলো দেশব্যাপী আরও বিস্তৃত হবে বলেও জানান তিনি।’
মিল্লাত আরও বলেন, ‘শহীদ ও আহত পরিবারগুলোর প্রতি সহায়তা রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে একটি নৈতিক দায়িত্ব।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করে মিল্লাত বলেন, ‘তারেক রহমান দেশের গণতন্ত্রের আশার প্রতীক। আল্লাহ যেন তাকে হেফাজত করেন, সুস্থ রাখেন। তাঁর নেতৃত্বে আমরা যেন সামনে আসা জাতীয় নির্বাচনসহ সব রাজনৈতিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারি, এটাই আমাদের প্রার্থনা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সভা পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
অনুষ্ঠানে চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা