কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাব-রেজিস্টার অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন, মৃত কালু মিয়ার পুত্র সেলিম(৩৫), মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৫), আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) এবং নুরল আমিন প্রকাশ নুরুর ছেলে আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন সাজ্জাদ (২১)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জনান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল