চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে এক ভারতীয় নারীর মরদেহ দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের সমন্বিত মানবিক উদ্যোগে এই ঘটনা ঘটে।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভারতের পশ্চিমবাংলার মালদহ জেলার গোলাপগঞ্জ থানার শ্মশানী চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম (৭০) মারা যান। এ ঘটনার পর মৃতের ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা বাগিচাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তোফাজ্জল হকসহ তার আত্মীয়-স্বজন ভারতীয় নাগরিক সেলিনা বেগমরে মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।
পরে বিজিবির পক্ষ হতে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং এতে বিএসএফ সম্মতি দেয়। এরপর আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমারেখায় ১৮২/২ এস পিলারের নিকট বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখেন স্বজনরা।
এ সময় লাশ দেখে তার বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/আশফাক