সুনামগঞ্জের ছাতকে বন্যার কবল থেকে এলাকা রক্ষায় নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকেলে উপজেলার মাধবপুর গ্রামে ছাতক–সিলেট রেলসড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে কালারুলা ইউনিয়নের খারগাও, মাধবপুর, চানপুর, বিল্লাই ও লামাপাড়া গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রেললাইন নির্মাণের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। এতে বৃষ্টির পানি ও উজানের ঢল আটকে গিয়ে গ্রামগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য রেলপথে সেতু নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মানিকের সভাপতিত্বে ও সাইফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সেলিম মিয়া, হাজী রুবেল, শাহীন আলম, নিজাম উদ্দিন, মখলিছ আলী, সুমন মিয়া ও বাবলু মিয়াসহ অনেকে।
বিডি-প্রতিদিন/সুজন