দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান এর অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের সামনে মেহেরপুর সর্বস্তরের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে মেহেরপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক শাপলা শেখ, এ এস লিটন, জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, কলেজ ছাত্র মারুফ ইসলাম, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মল্লিকপাড়া যুব সংঘের সভাপতি হাসনাত জামান সৈকত, এনসিপির জেলা কমিটির সদস্য শাওন শেখসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক একটি রাজনৈতিক দলের সাথে সখ্য তৈরি করে দুর্নীতি, অনিয়ম, ও অব্যবস্থাপনা সৃষ্টি করেছে। সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে জরুরি কোন ওষুধ পাওয়া যায় না। অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অপসারণ করা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/কামাল