নওগাঁর পোরশার তাঁতিপাড়া মোড়ে বিএনপির পক্ষ থেকে স্থানীয়দের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে।
রবিবার বিকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের এই ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির প্রতি আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে এগিয়ে আসবেন।
এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন, সাবেক সদস্য ইছাহক আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল