ফেনীর পরশুরাম উপজেলায় ভারতীয় মদসহ মো. মিজানুর রহমান (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ৪ বিজিবি। সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাউরখুমা-তালুকপাড়া মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান পরশুরামের বাউরখুমা-তালুকপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বজলুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, তার কাছ থেকে ভারতীয় ‘ম্যাকডুয়েল’ ব্র্যান্ডের ৪ বোতল হুইস্কি (প্রতিটি ৩৭৫ মিলি) উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
বিজিবির দাবি, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক সংশ্লিষ্ট ১০টি মামলা রয়েছে।
আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
বিডি প্রতিদিন/জামশেদ