ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে বাড়ির পাশ্ববর্তী ডোবায় পানিতে ডুবে তারা মারা যায়। নিহতরা হলেন বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ছেলে আরিয়ান (৬)। তারা দুইজন বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তিশা ও আরিয়ান। পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা এক শিশুর মরদেহ দেখতে পান। সন্দেহ হলে তিনি আরও খোঁজ করে আরেকজনের মরদেহও দেখতে পান। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়।
বিডি প্রতিদিন/এএম