ইরানে ২৫ বিলিয়ন ডলারের বিনিময়ে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। শুক্রবার ইরানের সরকারি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় ইরান হরমোজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসাতমের মধ্যে এ চুক্তি হয়। প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১,২৫৫ মেগাওয়াট। তবে কাজ শেষ করার সময়সীমা এখনও জানানো হয়নি।
বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহরে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এর উৎপাদন ক্ষমতা ১,০০০ মেগাওয়াট, যা দেশের বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম।
এই চুক্তি এমন সময় হলো যখন ইউরোপীয় দেশগুলোর দাবির ভিত্তিতে জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে—ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত মানছে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার চীন ও রাশিয়া আরও ছয় মাস আলোচনার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে। তবে সেটি অনুমোদন হওয়ার সম্ভাবনা কম।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে তেহরান বারবার বলছে, তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ইরান ও রাশিয়া প্রথম পারমাণবিক চুক্তি করে। সে চুক্তির ভিত্তিতেই বুশেহর বিদ্যুৎকেন্দ্র তৈরি হয়, যা মূলত জার্মানির প্রকল্প ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর জার্মানি কাজ বাদ দেওয়ায় রাশিয়া সেটি সম্পন্ন করে।
বিডিপ্রতিদিন/কবিরুল