ফরিদপুরের মধুখালীতে ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ আয়োজন হয়। প্রায় এক মাস আগে আলামিন জোমাদ্দার সবুজের দুইটি ছাগল চুরি হয়। তবে চোরকে গালমন্দ বা অভিশাপ না দিয়ে তিনি দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে গ্রামবাসী, মাদরাসার শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন। সবুজ বলেন, “চোর হয়তো অভাবে বা লোভে অপরাধ করেছে। আমি চাই সে তার ভুল বুঝুক এবং চুরির পথ থেকে ফিরে আসুক।”
এ ভিন্নধর্মী উদ্যোগে এলাকাবাসী মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ