মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকা থেকে টিসিবির মাধ্যমে বিক্রয়ের জন্য বরাদ্দকৃত ৭৮ মেট্রিক টনের বেশি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইউএনও শাহীনুর আক্তারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
ইউএনও শাহীনুর আক্তার জানান, জুলাই মাসে উপজেলার ৮ ইউনিয়নের ১৫ হাজারের বেশি স্মার্টকার্ডধারীর জন্য এসব চাল বরাদ্দ ছিল। তবে ডিলার মেসার্স ঋতু ট্রেডার্সের মালিক হোসেনিয়া কান্তি ঋতু তা অবৈধভাবে মজুদ করে রাখেন। এ ঘটনায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উদ্ধারকৃত চাল স্থানীয় খাদ্য গুদামে জব্দ রাখা হয়েছে। তিনি জানিয়েছেন , পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম