খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর বাস্তবায়নে পাহাড়ের শিক্ষিত নারীদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরে সম্মেলন কক্ষে লিখিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে কয়েকশত নারী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ করে দেয়া হবে।
লিখিত ও মৌখিক দুই ধাপে ভর্তি পরীক্ষার মাধ্যমে মোট ৭৫ জন নারী শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের যুব শক্তির আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এ ভর্তি পরীক্ষা চলকালীন সময়ে খাগড়াছড়ি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুসরাত জাহান, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক হাফিজা আইরিন, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এর ই-লার্নিং এন্ড আর্নিং এর কো-অর্ডিনেটর মোঃ শহিদুল ইসলামসহ কেন্দ্রের দায়িত্বে প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম