ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল অন্তত ১২টি বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।
হামলার অবিলম্বে পরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরায়েলবিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের (তেলআবিব) কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
পাশাপাশি, তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে।
ইয়েমেনি বাহিনী জোর দিয়েছেন যে, তারা গাজা ও দেশের প্রতিরক্ষার পক্ষে সমর্থন জারি রাখার অংশ হিসেবে ক্রমশ আরও অভিযানে নামবে যতক্ষণ না ইসরায়েল গাজার উপরে আগ্রাসন ও অবরোধ বন্ধ করে। অন্যথায় লোহিতসাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর জন্য দায়ভার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।
সূত্র : মেহের নিউজ।
বিডি-প্রতিদিন/শআ