এসেছিলেন কলকাতার দুর্গা পূজার উদ্বোধনে। সেই পূজার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার ডাক দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে দুর্গা পূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মঞ্চে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যের শুরুতে পশ্চিমবঙ্গসহ গোটা ভারতবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, আমি আজ মায়ের পূজা করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই নির্বাচনের পর পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যারা সোনার বাংলা গঠন করতে পারে। আমাদের এই বাংলা যেন ফের সুরক্ষিত, সমৃদ্ধ, শান্তি, শস্য-শ্যামলা ও উর্বর হয় এবং আমরা যেন কবিগুরুর বাংলাকে নির্মাণ করতে পারি।
পূজার শুরুর আগেই গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে কলকাতা শহরে ১০ জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতা-কর্মীরা মৃতদের পরিবারের পাশে আছে।
এদিকে অমিত শাহের সোনার বাংলা স্লোগানের তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বলেন ‘তারা কি সোনার বিহার, কিংবা সোনার গুজরাট, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ তৈরি করতে পেরেছেন? পশ্চিমবঙ্গকে অর্থ না দিয়ে সেই অর্থ বিজেপি শাসিত রাজ্য গুলির পিছনে খরচ করা হচ্ছে।’
বাংলার মনীষী সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার বিদ্যাসাগর কলেজে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের কর্মীদের সামনে অভিষেক বলেন ‘প্রথমে, আপনার অমিত শাহকে জিজ্ঞাসা করা উচিত, কেন্দ্রের কাছে রাজ্যের ঋণের পরিমাণ ২ লাখ কোটি রুপি। উনি কখন আমাদের সেই অর্থ পরিশোধ করবেন? যদি তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস মিথ্যা বলছে, তাহলে তাকে তার পছন্দের যেকোনো একটা টেলিভিশন চ্যানেল বেছে নিতে বলুন এবং আমি তথ্য ও পরিসংখ্যান নিয়ে সেই বিতর্কে আসব।’
বিডি প্রতিদিন/নাজমুল