সাত দিনের ব্যবধানে দুইবার জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে এটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন আইল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে আন্দামান সাগরে অবস্থিত।
আন্দামান-নিকোবর প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর এই সক্রিয় আগ্নেয়গিরি ঘুম ভেঙে জেগে উঠে। প্রবল বিস্ফোরণের জেরে আন্দামানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে আশপাশের এলাকায় কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জনবসতিহীন ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির সেই দৃশ্য ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে তপ্ত, লাল লাভা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে এবং আগ্নেয়গিরির চূড়া থেকে ঘন ধোঁয়ার স্রোত বেরোচ্ছে।
চলতি মাসে ১৩ ও ২০ তারিখ দুই দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্নুৎপাত ঘটেছে। যার ফলে অল্পমাত্রায় লাগাতার লাভা ও ধোঁয়া বের হতে দেখা যায় আগ্নেয়গিরিটি থেকে যা বৃহস্পতিবারও সক্রিয় রয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে কোন সতর্কতা জারি করা হয়নি পোর্ট ব্লেয়ার বা আশেপাশের দ্বীপগুলোর জন্য।
বিডি প্রতিদিন/এএম