বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে ইয়াহিয়া খানের কাছে চলে গিয়েছিলেন, তখন জাতি হতাশা ও সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সেই সংকটময় মুহূর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশ স্বাধীন হয়।
দুলু আরও বলেন, আমরা গর্ব করে বলি—আমরা বাংলাদেশের সন্তান। আগামী দিনে আন্তর্জাতিক বা জাতীয় কোনো ষড়যন্ত্র যাতে দানা বাঁধতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে মহানগর বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মদ, মোস্তফা কামাল বাবুল প্রমুখ।
দুলু বলেন, আওয়ামী লীগ সবসময় নোংরা রাজনীতি করেছে। তাদের দীর্ঘদিনের খারাপ অভ্যাসের অংশ হিসেবেই জাতিসংঘের অধিবেশনে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অশোভন আচরণের চেষ্টা করেছে। দেশে আওয়ামী লীগ নানাভাবে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল