ইসরায়েল ও ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরায়েলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। পাশাপাশি গাজা নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন। তার এই বক্তব্য এসেছে ঠিক সেই সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না… এটা কোনোভাবেই ঘটবে না।”
তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা এখন “প্রায় কাছাকাছি” পর্যায়ে আছে এবং হয়তো শান্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে এই ইস্যুতে আরও আলোচনা হবে।
জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করেছে। যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এ পদক্ষেপ হবে “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।”
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম