কুতুবদিয়ায় পুকুরে ডুবে মোহাম্মাদ আসিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকার বাসিন্দা মোহাম্মদ সরওয়ার আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকার সরওয়ার আলমের পুত্র মোহাম্মদ আসিফ নিজ বাড়ীর পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম