নরসিংদীর রায়পুরায় দাঙ্গা ও আধিপত্যের লাড়াই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় প্রবাসী ও ব্যবসায়ীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অপপ্রচারকারী আওয়ামী দোসরদের বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি বলেন, রায়পুরা একটি টেটাযুদ্ধ প্রবন এলাকা হলেও গত কয়েক বছর যাবৎ আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গামে আধিপত্যের লড়াই বন্ধ রয়েছে। গ্রামের মানুষ সকলে মিলে মিসে বসবাস করছে। সম্প্রতি আলাউদ্দিন মেম্বার গ্রামের পরিবেশকে অশান্ত করে তুলতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা প্রবাসী সোহরাব মিয়া ও প্রবাসী মতিন মিয়া সহ রফিকুল ইসলাম রবির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে যে কোন সময় একটি সংঘাত ও সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তাই আলাউদ্দিন মেম্বারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়।
এসময় ভুক্তভোগী সোহরাব মিয়া ও মতিন মিয়াও বক্তব্য রাখেন। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। প্রকৃত ঘটনা আড়াল করে আমাদের হয়রানির চেষ্টা চলছে। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল