টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন সভা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক তানভীর মিয়া।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌর এলাকায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টাইফয়েড টিকা পাবে। ক্যাম্পেইনের পর এটি নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ