২০২৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় ৪০ শতাংশ শিক্ষার্থীকে সুযোগ প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।
তারা একযোগে দাবি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডে যেখানে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, সেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সেই হার মাত্র ২৫ শতাংশ- এটি একটি সুস্পষ্ট বৈষম্য।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একই শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি ভিন্ন বোর্ডে ভিন্ন সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, মাধ্যমিক শিক্ষা বোর্ডেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ সুযোগ নিশ্চিত করা হোক।’
তারা অবিলম্বে এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ