কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত চাচার হাতে খুন হয়েছে চার বছরের শিশু ভাতিজি রাইসা মনি রাহী। রামু থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টা ২৫ মিনিটের সময় আসামি নুরুল হাকিম (২৫) আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চেয়ে ব্যর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে আপনার ভাতিজি ফাতেমা (৩)-এর মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়।
দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত সে। ঘটনার দিনও নেশার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাতিজিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক চাচাকে গ্রেপ্তার করে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ