কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
ঘটনাস্থল ও পারিবারিক সূত্রে নিহতদের পরিচয় জানা যায়। তারা হলেন- ব্যবসায়ী আ. হাবিব মজুমদার (৫২) ও মসজিদের মোয়াজ্জিন হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশতলা গ্রামের আ. হাবিব খিলা বাজারের নিজ জুয়েলারি ব্যবসা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে আলাদা করে হাসপাতালে নিয়ে গেলে একে স্থানীয় বেসরকারি মেডিকেল সেন্টারে এবং অন্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করানো হয়। চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
নিহত নয়ন উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে এবং পেড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তিনি নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্রও ছিলেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে. ফজলুল হক জানান, ঘটনার খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। আহতদের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিবরণায় নিয়োজিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ