ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ মামলায় অপর এক শিশু আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিরহাট গ্রামের আতিয়ার শেখের পুত্র মো. সজিব শেখ (২৫) ও একই গ্রামের ইসলাম মোল্লার পুত্র সোহেল মোল্লা (২৫)। ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলো- যোগিরহাট গ্রামের আবু বক্কার মোল্লার পুত্র মো. ইয়াসিন মোল্লা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে শিশুটি ঘরের বাইরে টিউবওয়েলে পানি আনতে গেলে ঐ তিন আসামি তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে এক আসামির বাড়ীর পাশে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ