মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সচল অবৈধ ওয়ান শাটারগান উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পরিত্যক্ত একটি লাল শপিং ব্যাগের ভেতর লাল কাপড়ে মোড়ানো লোহার তৈরি ওয়ান শাটারগানটি উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ