মুন্সিগঞ্জের শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে ছেলে আব্দুল আহাদের (৩৪) মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোরদীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, মাদকাসক্ত ছেলে আহাদ বাবা আবুল হোসেনের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। বৃদ্ধ বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আহাদ বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে আসে। এ সময় বৃদ্ধ বাবা আত্মরক্ষার জন্য ছেলেকে পাল্টা ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত হয় ছেলে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এদিন উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণপাইকসা এলাকা থেকে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই