বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগনের হোমিওপ্যাথি চিকিৎসা আস্থার প্রতি এক চরম আঘাত। বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী হোমিও চিকিৎসকগণ "ডা." উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে।
এর প্রতিবাদে আজ দুপুরে শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, ৬৬টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এসোসিয়েশনের সভাপতি ডা. বজলুল হায়দার।
বিডি প্রতিদিন/এএ