বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও সকাল সাড়ে ৮টার দিকে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোকামতালা এলাকার দিদারুল ইসলাম জিহাদের ১০ মাস বয়সী শিশু জোবাইদা ও সদরের শাখারিয়া গ্রামের বাসিন্দা রেহেনা বেগম (৬০)।
জানা যায়, শনিবার ভোরে প্রাইভেটকারে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে দিদারুল ইসলাম জিহাদ গ্রামের বাড়ি জেলার শিবগঞ্জ থানার মোকামতালা বন্দরে ফিরছিলেন। পথে নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা জিহাদের ১০ মাস বয়সী শিশু জোবাইদা ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় অজ্ঞাত মোটর সাইকেলের ধাক্কায় ৬০ বছর বয়সী রেহেনা বেগম ঘটনাস্থলে নিহত হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ