মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ভারত থেকে পাচারকৃত হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন শেওড়াতলা বিওপি’র বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ০.১৫০ কেজি হেরোইন জব্দ করা হয়।
৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার মো. আছাবুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ১৪৪/-৩ এস এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘হাড়া ভাঙ্গা মাঠ’ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও পরিত্যক্ত অবস্থায় ভারতীয় হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩,০০,০০০ (তিন লাখ) টাকা। উদ্ধারকৃত হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থাপনার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল