চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন কনভেনশন হলের পাশে ঝুট ও ভাঙারির গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ঝুট ও ভাঙারির গুদামে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামা বাজার ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পরে শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার শিবলী মার্কেট এলাকার জাহাজের বিভিন্ন সামগ্রীর তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। দোকানগুলোতে জাহাজের নিরাপত্তা সরঞ্জামসহ যন্ত্রাংশ বিক্রি করা হতো।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম