বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জন্য কিছুই করেননি। পরিবারের জন্য কিছুই করেননি। দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করেছেন।
তিনি বলেন, এরশাদের চেয়ে বেশি স্বৈরাচার হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার স্টিম রোলার চালিয়েছে। জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে। এ ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
জয়নুল আবদিন ফারুক বলেছেন, গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে।
বিরোধীদলের সাবেক এ চিফ হুইপ বলেন, অনেকেই বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনকে প্রতিহত করতে হবে। এজন্য কি এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে? আবু সাঈদ মীর মুগ্ধ কি রক্ত দিয়েছে? গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে জেল জুলুম গুমের শিকার হয়ে আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও সংগীত শিল্পী মনির খানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত