পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত মানিক হোসেন গরু পাচারের সাথে জড়িত। সে একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়৷ এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাত ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়৷ এদিকে কয়েক দিন পর করতোয়া-সাও নদীর মিলনস্থলে (দো মুখা) পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা৷ পরে তারা পুলিশ, বিজিবি ও তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মরদেহের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে৷
এদিকে আজ সকালে শুকানী সীমান্তে বিজিবি ও বিএসফের পতাকা বৈঠকের মাধ্যমে এই দলের এক ব্যক্তি আব্দুল হুদাকে ফেরত দিয়েছে বিএসএফ৷ তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চত করা যাবে।
বিডি প্রতিদিন/এএ