বরিশালের আগৈলঝাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার রাতে র্যাব-৮ ও ১০ এর যৌথ অভিযানে কেরানীগঞ্জ থেকে একজন গ্রেফতার হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আগৈলঝাড়া থেকে অপরজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- র্যাবের হাতে উপজেলার বেলুহার গ্রামের বাসিন্দা জালাল ভুইয়ার ছেলে আরাফাত ভুইয়া (২০) ও পুলিশের হাতে রত্নপুর গ্রামের বাদশা বেপারীর ছেলে শাকিল বেপারী (২০)।
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালত অমিত হাসান জানান, গত ১৫ জুলাই আগৈলঝাড়া উপজেলা পয়সারহাট বাজারে মাছ বিক্রি করে বাড়িতে যাচ্ছিলো বিক্রেতা জয় বিশ্বাস। উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকা পৌছুলে তার ভ্যানের গতিরোধ করে মোটর সাইকেলে আসা তিন অরোহী। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাছ বিক্রেতা জয় বিশ্বাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে জয়ের ভ্যানে উঠে একজন তাকে থানায় নিয়ে যাওয়া কথা বলে রওনা দেয়। পথিমধ্যে ভ্যানে থাকা কথিত সদস্য মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। তখন জয় তাকে জাপটে ধরে দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় মাছ ব্যবসায়ী মামলা করে। মামলার পর থেকে আত্মগোপনে থাকা আরাফাত ভুইয়াকে কামরাঙ্গীর চর লোহার ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, আরাফাতের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার শাকিলকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ