নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহকর্মী ভাই-বন্ধু ও নেত্রকোনার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে। শনিবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বিকাশসহ সবকয়টি মোবাইল টেলিকমের কর্মী ও সচেতন নাগরিকরা ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে।
এসময় বিক্ষোভকারীরা বলেন, রিজনকে যারা হত্যা করেছে, তাদেরকেও শনাক্ত করা হয়েছে। কিন্তু পুলিশ আসামি ধরছে না। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার করা হোক।
রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বিকাশের সেলসম্যান হিসেবে নেত্রকোনায় কর্মরত ছিলেন। গত রবিবার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হয়ে দুগিয়া বাজারে যাচ্ছিলেন। এরপর থেকে নিখোঁজ হন।
পরে পরিবার থেকে নেত্রকোনা মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এরপর মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও কোনো আসামি ধরা পড়েনি।
বিডি প্রতিদিন/এমআই