বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম তফিজার ফকির (৪২)। তিনি নিয়ামতপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এরমাদ আলী ফকিরের ছেলে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
থানার পুলিশ কর্মকর্তা জানান, তফিজার ফকির গত ৮ আগস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল ৪টার দিকে তাঁর বড় ভাই নবীর উদ্দিন বাড়ি থেকে অদূরে ভাসমান অবস্থায় মরদেহ নদীতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, কৃষকের তফিজার ফরিরের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা বলছেন তফিজার ফকির মৃগী রোগে ভুগছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন