গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একইসাথে তারা দেশে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ