সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মালবাহী ট্রাকের এক ড্রাইভার নিহত ও হেলপার আহত হয়েছে। রবিবার দুপুরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মোল্লা শরিয়তপুর জেলার বাসিন্দা ও আহত হেলপার রাসেলের বাড়ী রায়গঞ্জ থানার নলকা গ্রামে। জানাযায়, মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্ত্বরের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার বামপার্শ্বে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা নিহত হয়। এবং হেলপার রাসেল আহত হয়৷
পরে আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রউফ জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ও মালবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ