দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে ১১১ জনের নমুনা করে কারও করোনা শনাক্ত হয়নি।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন কেউ করোনা আক্রান্ত হয়নি। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২২ জন এবং এ যাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫ জন। এ যাবৎ ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮২৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। চলতি বছরে মোট করোনায় ৩১ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ যাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য শতাংশ। এ যাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত একজন নারী। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে মারা যান।
বিডি প্রতিদিন/এমআই