জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি অংকন উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে গাজীপুর মহানগরীর কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে দেওয়ালে এ গ্রাফিতি অংকনের উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গাজী সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাফিতি উদ্বোধনের পর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আগামি নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে জনগণের কাছে যেতে হবে। বিএনপির কোনো নেতা-কর্মীর আচরণে যেন সাধারণ মানুষ কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সুস্থতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এএ