এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ। বুধবার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ায় কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের বিদ্যুৎসায়ী সদস্য আমিনুল ইসলাম ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালিদ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. আল মামুন ফকির, খান সাহেব শেখ মোশররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরামুজ্জামান, বাঁশবাড়িা ঝনঝনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
পরে টুঙ্গিপাড়া চিতলমারী ও নাজিরপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৫১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই