কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের অভিযানে একদিনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন পদধারী নেতাও রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ভোর থেকে বুধবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন- ছোট মহেশখালী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সফি (৬৫), বড় মহেশখালী ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), হোয়ানক ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫), বড় মহেশখালী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ মো. আবুল কালাম, ছোট মহেশখালী ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), হোয়ানক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহমত উল্লাহ (৪০), শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল কাদের (৪৫), মাতারবাড়ী ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন (৫৩) ও সদস্য নুরুল আলম (৭১)।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের একাধিক দল একযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে আত্মগোপনে থাকা ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আজ বুধবার সকালে ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ