রাজবাড়ীতে এক শিশুকে মারধরে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষীকোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দম্পতি হলেন লালন মন্ডল (৪৩) ও তার স্ত্রী শাহানা পারভীন (৩২)। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লালন মন্ডলের ভাই খোকন মন্ডল বলেন, আমাদের প্রতিবেশী বাড়ির শিশু জান্নাতকে মারধর করতে থাকেন সালমা নামের এক নারী। শিশুটির বাড়ির এক বৃদ্ধা চিৎকার করতে করতে আমার ভাই ও ভাবিকে ডেকে নিয়ে যায়। তারা শিশুটিকে মারধর ঠেকাতে গেলে পশ্চিম ভবদিয়ার খাইরুল ব্যাপারী (২৬) ধারালো অস্ত্র দিয়ে আমার ভাই ও ভাবিকে কুপিয়ে আহত করে। আমার ভাই ও ভাবি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত খাইরুল ব্যাপারী অভিযোগ স্বীকার করে বলেন, জান্নাত আমার ভাতিজি হয়। ওকে আমার ভাবি মারধর করছিলেন। এ সময় আমার মা চিৎকার করলে পাশের বাড়ির লালন মন্ডল ও স্ত্রী শাহানা এগিয়ে আসেন। আমি তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খাইরুল ব্যাপারী নামে এক যুবককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/কেএ