লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে বিডি ক্লিন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যেগে সদর উপজেলার বাঙাখাঁ ও মান্দারী ইউনিয়নসহ রহমতখালী খালের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় খালে থাকা ১০টি অবৈধ বাঁধ, ভেলা অপসারণসহ বিপুল পরিমান জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।
জানা যায়, টানা বৃষ্টিপাত ও ফেনী-নোয়াখালীর বন্যায় এবারও লক্ষ্মীপুরে বন্যার সম্ভবনা রয়েছে। তাই পানির পথ জেলার ভুলুয়া, ডাকাতিয়া ও রহমতখালী ও মেঘনানদী এবং স্থানীয় বিভিন্ন খালের অবৈধ বাঁধ জাল ও কচুরীপানা অপসারণে অভিযানে নামে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে এ অভিযান।
বিডি প্রতিদিন/এএম