গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিক্সা ও ভ্যান চোর চক্রের ২ হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আয়েন উদ্দিনের ছেলে এবায়দুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. শাকিল (২৭)।
বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালানোর পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে এসআই সেলিম রেজা ও এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পুরাতন গোবিন্দগঞ্জ এলাকার সাব-রেজিস্ট্রি অফিস পাড়ায় অভিযান চালায়। এ সময় অটোরিকশা ও ভ্যান চোর চক্রের এবায়দুল ইসলাম ও শাকিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন থেকে গোবিন্দগঞ্জ শহরসহ উপজেলার সর্বত্র ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চুরি করে আসছিল।
বিডি প্রতিদিন/এএ