বরিশাল নগরী থেকে পাঁচশ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সকালে পরিচালিত অভিযানে আটক মো. আল আমিন ফরাজী (৪০) পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আংগারিয়া এলাকার মো. দেলোয়ার হোসেন ফরাজীর ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশের একটি দোকান থেকে আল-আমিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচশ টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম