ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এসময় আরো ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলার মডেল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছরে যায় গাড়ি দুইটি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশের এসআই সঞ্জয় চক্রবর্তী। তিনি জানান, আহত যাত্রীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে নারীসহ দুইজন। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন।
বিডি প্রতিদিন/এএম