নড়াইলের কালিয়া উপজেলায় মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে দৈনিক সকালের সময় ও দৈনিক সমাজের কথা পত্রিকার কালিয়া উপজেলা সংবাদদাতা জিহাদুল ইসলামের (৫৪) ওপর অতর্কিত হামলা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নড়াগাতী থানাধীন বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজে মোড়ে রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেলযোগে সাংবাদিক জিহাদুল ইসলাম পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে।
এ হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান স্থানীয় সাংবাদিকরা। হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আহত জিহাদুল ইসলাম জানান, বড়দিয়া বাজার থেকে রাত পৌনে ১০টার দিকে পেশাগত কাজ শেষে তিনি মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজ মোড়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
কালিয়া প্রেসক্লবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ