চাঁদপুর শহরের বকুলতলা এলাকার রেলওয়ের পরিত্যক্ত ও জরাজীর্ণ হাসপাতালের একটি কক্ষ থেকে অটোচালক রিয়াদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে হাসপাতালের পরিত্যক্ত একটি কক্ষে ফ্যানের হুকের সাথে রশি লাগানো অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। এরপর ওসি (তদন্ত) মিন্টু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
জানা যায়, অটোচালক রিয়াদ হোসেন কুলিবাগান এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করেন।
তবে স্থানীয়দের ধারণা পরিত্যক্ত এই হাসপাতালে মাদক সেবনকারী ও কিশোর গ্যাংদের আড্ডা ছিল। হয়তো কেউ অটোচালক রিয়াদকে মেরে ঝুলিয়ে রেখেছে।
রিয়াদের বোন জানান, ‘দীর্ঘদিন যাবত রিয়াদ মাদক সেবন করে সংসারে ঝগড়া বিবাদ করতো। এই কারণে তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীর শোকে সে রেলওয়ের হাসপাতালে এসে নিজের জীবন নিজে বিলিয়ে দেয়।’
পুলিশ জানায়, রেলওয়ে হাসপাতালের পরিত্যক্ত একটি পক্ষ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা সুষ্ঠু তদন্ত করার পর জানা যাবে।
বিডি প্রতিদিন/জামশেদ