বাগেরহাটে দীর্ঘ ১৭ বছর পর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিতুজ্জামান দুলাল ও সেখ আবুল কালাম আজাদ।
শনিবার রাতে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ড. শেখ ফরিদুল ইসলাম ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে শনিবার সকালে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিডি প্রতিদিন/এমআই