যশোরের কেশবপুরের হরিহর, অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।
বৃহস্পতিবার সকালে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিন নদীর সংযোগস্থলে যান ও খনন কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন। এ সময় তিনি উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল